Translate

সবই ব্যক্তিগত : সুমিত পতি

 


সবই ব্যক্তিগত

সুমিত পতি

 

আলোর বুকে কতটুকু আঁধার খেলে গেলে পর জ্যোৎস্না নামবে চালে

আদিগন্ত ভোরের হাওয়া মেখে উড়ে যাবে শান্ত গৃহহীন ডাহুকের দল

বাড়ির চৌকাঠ জুড়ে রাতের পদচিহ্ন,নিয়ম মেনে চলে গেছে কেউ

শুধু খোঁজ খোঁজ রব নিয়ে দিন হয় রাত,তারার চোখে কেবলেই ঘুম

 

ভালোথাকার চেষ্টা আদতেই এক মনের অসুখ, নিরাময়হীন ভ্ৰমণ

গোত্রহীন হয়ে যাচ্ছে সবটুকু ভালোবাসা আর সুখের রহস্যসম্ভার

অর্গল খুলে দিলে ভালো থাকার সংবাদ নিয়ে আসবে পুবের দুয়ার

 

জীবনের সব জটিল অঙ্কগুলো ভুল করে হয়ে যাক ভোরের  বাতাস

পাখির কলরব সংগীত হোক,সব দুঃখ টুকু  না হয় ব্যক্তিগতই থাক

==============

like ,  comment & follow করুন।



কোন মন্তব্য নেই

ok

4x6 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.