Translate

সাহিত্য-সম্মিলন


সাহিত্য-সম্মিলন 
---------

মহিষাদল গার্লস কলেজে (২৫/০২/২০২৪)অনুষ্ঠিত হয়ে গেল সাহিত্য সম্মিলন তিন পত্রিকার সমন্বয়ে।লোককৃতি,লোকপথ,প্রতিবর্ত  পত্রিকার আয়োজনে শতাধিক কবির উপস্থিতিতে 
সারাদিন ধরে গান, কবিতাপাঠ ও সাহিত্য আলোচনায় দিনটি মুখর হয়েছিল পূর্ব মেদিনীপুরের মহিষাদল গার্লস কলেজের অডিটোরিয়াম। চারা গাছে জল ঢেলে বিশিষ্ট কবি সৌমিত বসু,প্রফুল্ল পাল অচিন্ত্য নন্দী ডা: সুব্রত মাইতি অনুষ্ঠানটির শুভ সূচনা করেন।সেই সঙ্গে উদ্বোধনী সংগীত করেন ঝরনা সাহু গায়েন। এছাড়াও দুজন বিশিষ্ট লেখককে জীবন কৃতি সংবর্ধনা দেওয়া হয় তিন পত্রিকার পক্ষ থেকে।তাঁরা হলেন ড. সুকুমার মাইতি এবং সংকর্ষণ মাইতি মহাশয়।এঁদের হাতে মানপত্রসহ একটি করে চারাগাছ  তুলে দেওয়া হয়।

এছাড়াও বিশিষ্ট কবিদের মধ্যে উপস্থিত ছিলেন কালোবরণ পাড়ুই,অরবিন্দ সরকার, শিখা মল্লিক, আশিস মিশ্র  প্রদীপ্ত খাটুয়া প্রমুখ।তিন পত্রিকার সম্পাদকেরা হলেন হরপ্রসাদ সাহু ড. অধ্যাপক নীলোৎপল জানা এবং মনোরঞ্জন গায়েন।কবি সম্মিলনে প্রকাশিত হয় তিনটি গ্রন্থ।"আমরা সবাই রাজা" সংকলন গ্রন্থ , ড.নীলোৎপল জানার কাব্য "নিকুশিমি,"মা যশোদা গোষ্ঠে যাব" অমিতাভ দাসের কাব্যগ্রন্থ, সম্পাদক হরপ্রসাদ সাহু।







৬টি মন্তব্য:

  1. এই আসাধারণ অনুষ্ঠান এর সাক্ষী থাকতে পেরে আমি খুব খুশি।

    উত্তরমুছুন
  2. এই সাহিত্য সম্মিলন আমাকে রিদ্ধ করেছে।
    রিয়া জানা

    উত্তরমুছুন
  3. আমিও এই সাহিত্য সম্মিলন এ উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি। 😊
    --সোমা দাস

    উত্তরমুছুন

ok

4x6 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.