হরপ্রসাদ সাহু
অনভিমান
হরপ্রসাদ সাহু
তোমার পাপোশ হয়ে থাকার চেয়ে
চলে যাওয়াই ভালো।
ভাঙ্গা কুলো হয়ে থাকার চেয়ে
চলে যাওয়াই ভালো।
কিংবা সম্মার্জনী হয়ে থাকার চেয়ে
চলে যাওয়াই ভালো।
তোমার পাপোশ হয়ে বেশ কিছুকাল কেটে গেল আমার জীবন।
ছাই ফেলতে ভাঙা কুলো হয়ে বেশ কিছুকাল কেটে গেল আমার জীবন।
তোমার পরিবারের সম্মার্জনী হয়ে বেশ কিছুকাল কেটে গেল
আমার জীবন।
যদিও দুঃখ যদিও অভিমান-ক্রোধ রেখেছি আড়ালে,
কলঙ্কিত হতে হতে এতদিনে জেনেছি তোমাকে,
পরমপ্রাপ্তি এই, আর এ-জন্মকে অবহেলিত করার ফল পেয়েছি হাতেনাতে।
এবার চলে যাওয়াই ভালো।
অনেকদিন তো কেটে গেল তোমার কৃত্রিম আদরে,
অনেকদিন তো কেটে গেল বাইরে মধু ভিতরে গরল বৃত্তের ভিতর,
প্রয়োজনে-অপ্রয়োজনে ব্যবহৃত হতে হতে কেটে গেল অনেক দিন,
এবার চলে যাওয়াই ভালো,
ভালো--তোমার-আমার উভয়েরই।
অভিনন্দন ও শুভেচ্ছা। অসাধারণ কবিতা পাঠ করলাম।
উত্তরমুছুন🌷
উত্তরমুছুন