স্বপ্নেরা কথা কয় : নীলোৎপল জানা
স্বপ্নেরা কথা কয়
নীলোৎপল জানা
=============================
গতকাল আমার কলেজের পাশে একটা পাগলিকে এই প্রচন্ড শীতেও
ছেঁড়া ছেঁড়া পোশাক পরে ঘুরে বেড়াতে দেখলাম
সামনে কতগুলো খাবারের দোকান- ডিম, পরোটা, চাওমিন,
ভাত সেদ্ধর গন্ধ নিয়ে এদিক ওদিক ঘুরপাক খায় ক্ষুধার্ত পাগলি
প্রতিদিনের মতো কলেজের ঘন্টি পড়ে
অধ্যাপক অধ্যাপিকা ছাত্রীরা কেউ নিজের গাড়িতে
কেউবা পাবলিক বাসে নামে দেখে চলে যায়
এমন সময় এক পথ চলতি লোক পাগলিকে দেখে থমকে দাঁড়িয়ে যায়
তার কাছে গিয়ে জলের বোতল নিয়ে তার মুখ হাত ধুইয়ে দেয়
হাত ধরে দোকানের সামনে এনে ভালো ভালো খাবার খেতে দেয়,
সে খায় না হাতে নিয়ে অমলেট রুটি কেক.......
সব পেয়েই এক মুহূর্তে সে যেন কোথায় হারিয়ে যায়
খুঁজতে খুঁজতে দেখা যায় রেল ব্রিজের নিচে বসে ডিমের ওমলেট খাচ্ছে।
সে খেতে গিয়ে দেখে তার মধ্যে আদুড় গায়ে দাঁড়িয়ে অবিকল তারই ছেলে....
এমন সময় আমার ঘুম ভেঙে যায়-
দূর থেকে ভেসে আসতে শুনি আজানের সংগীত........
কোন মন্তব্য নেই
ok