আশিস মিশ্র
ইন্টেলেকচুয়াল
আশিস মিশ্র
দুটি গাজর
ও
কয়েকটি
ঢ্যাঁড়শ
সারাদিন পরস্পরের
চর্চা
করে
যাচ্ছে।
দুটি লাউ
নিজেদের
ইন্টেলেকচুয়াল
ভেবে
ওদের জ্ঞান
ঝেড়ে
ফেলবার
পর
কয়েকটি মুলো
সেই
জ্ঞানের
তলানি
কুড়োচ্ছে।
ওপর থেকে
একটি
আদার
পরিবার
এসব দেখে
খুব
মজা
পাচ্ছে।
তলা থেকে
কয়েকটি
পেঁয়াজ
সুযোগ
খুঁজছে
কী করে
এদের
চোখের
জলে
নাকের
জলে
করবে।
এদিকে চালের
সংসারে
গ্যাস
ফুরিয়ে
গেছে
ঠিকঠাক সেদ্ধ
হলো
না
আমগুলি।
তৎক্ষণাৎ কয়েকটি
কাঁচা
লঙ্কা
বাড়ির মধ্যে
হৈচৈ
বাঁধাতেই
আমার ভেতরের কুমড়োটি
ইন্টেলেকচুয়াল হয়ে গেলো।
কোন মন্তব্য নেই
ok