বিপ্লব মন্ডল
ভারতবর্ষের প্রতিটি ধূলিকণা আমার মা
বিপ্লব মণ্ডল
--------------------------------------------------------------------------------------------------
সন্ত্রাসহীন প্রতিটি ইঞ্চি আমার অঙ্গীকার!
এখানে কুকি-মেইতেই চিনি না-
সব হারাদের সাথে থাকার প্রতিশ্রুতি
ভেঙে ভেঙে পায়েস হচ্ছে....
মৃত্যুঞ্জয়ী বীর যত,
ফাটা টায়ারে চড়ছে স্করপিও !!
তুমি হও কৃষ্ণপক্ষের চাঁদ-
আলেকজান্ডার, ইব্রাহিম লোদি সব মিথ্যা করে দিয়েছো..
আমরা জাগছি দিন দিন, উদ্ধত আলো নিয়ে
সারাদিন পরে একদিন ঘুগনী বিক্রি বন্ধ হবে..
যুদ্ধবাজদের উলঙ্গ করবে কলমের ধারালো মুখ
তোমরা পায়েস হাতে সুজাতা সেজো না-
আবারও মেষ পালকেরা আসবে ছুটে
সেই জেরুজালেম থেকে !!
স্পার্টাকাস, এথেন্স সব কিছু আছে ঠিক ঠাক-
অঙ্কোরভাটের বিষ্ণুমন্দির- তোমার গুলির উপর একটা ডিস্পোজাল স্কোয়াড!!
আমরা চোখ বন্ধ করে নিশ্চিন্ত হচ্ছি-
গঙ্গোত্রী হিমবাহের কাছে শৈশবকে বাঁধা রেখে,
এখানে লড়াইয়ের শ্রাদ্ধগুলো কলা পাতায় ভাসিয়ে দেবো
ভুলে যেও না,
ভারতবর্ষের প্রতিটি ধূলিকণা আমার মা !!!
কোন মন্তব্য নেই
ok