'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের ছোটো প্রশ্ন: ড. নীলোৎপল জানা
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের ছোটো প্রশ্ন //B.A-H 2nd sem / GE-2
১/আদি-মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি ?
উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
২/বাংলা সাহিত্যের প্রথম একক কবির
কাব্য কোনটি ?
উঃ 'শ্রীকৃষ্ণকীর্তন'
৩/'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের ভূমিকা কে লেখেন ?
উঃ রামেন্দ্রসুন্দর
ত্রিবেদী
৪/শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের
রচয়িতা কে?
বড়ু চন্ডীদাস
৫/বড়ু চন্ডীদাস নামটিতে 'বড়ু' কথাটির অর্থ কী ?
উঃ ব্রাহ্মণ
৬/’শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য কত সালে আবিষ্কৃত?
১৯০৯সালে।
৭/কাব্যটি কোথা থেকে পাওয়া যায় ?
উঃ বাঁকুড়া জেলার বন-বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় এর গোয়াল ঘরের মাচা থেকে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ আবিষ্কার করেন।
৮/শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রকৃত নাম
কি ?
উঃ ‘শ্রীকৃষ্ণসন্দর্ভ’
৯/শ্রীকৃষ্ণকীর্তন
কাব্যের প্রকাশ সাল কত ?
উঃ ১৯১৬
১০/শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য কত সালে কোথা থেকে প্রথম প্রকাশিত হয় ?
উঃ ১৯১৬ সালে ‘বঙ্গীয় সাহিত্য পরিষৎ’ থেকে।
১১/শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল
উৎস রূপে কোন গ্রন্থগুলিকে নির্দেশ করা হয় ?
উঃ ভাগবত, বিষ্ণুপুরাণ,
হরিবংশ, ব্রহ্মবৈবর্তপুরাণ
১২/এই কাব্যের মোট পদ কত ?
উঃ ৪১৮
১৩/শ্রীকৃষ্ণকীর্তন এর সংস্কৃত শ্লোক
সংখ্যা কত ?
উঃ ১৬১
১৪/কাব্যটি কিসের উপর লেখা ?
উঃ তুলোট কাগজ
১৫/'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের খন্ড সংখ্যা কত ?
উঃ ১৩
১৬/খন্ড : ১৩টি হল --১)জন্মখন্ড,২)তাম্বুলখন্ড,৩)দানখন্ড,৪)নৌকাখন্ড,৫)ভারখন্ড,৬)ছত্রখণ্ড,৭)বৃন্দাবনখন্ড, ৮)কালীয়াদমনখন্ড, ৯) বস্ত্রহরণখন্ড, ১০)হারখন্ড, ১১)বাণখণ্ড,১২)বংশীখন্ড ও ১৩)রাধাবিরহ।
কোন অধ্যায়ে খণ্ড কথাটি নেই?
উঃ রাধাবিরহ।
১৭কাব্য
কাহিনীর শুরু হয় কোন ঋতুতে ?
উঃ বসন্ত
১৮কোন ঋতুতে কাব্যের সমাপ্তি হয় ?
উঃ শরৎ
১৯/কে কোন গ্রন্থে প্রথম প্রমাণ করেন
যে, শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মধ্যযুগের বাংলা ভাষার আদি
নিদর্শন ?
উঃ সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ODBL গ্রন্থে।
২০/শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের
সঙ্গে লোকগীতের কোন ধারার নৈকট্য বর্তমান ?
উঃ ঝুমুর
এই কাব্যের প্রধান চরিত্রগুলো হল-
উ: রাধা,কৃষ্ণ,বড়াই বুড়ি ও যশোদা।
২১/কাব্যে রাধার বয়স কত জানা যায়?
উঃ ১১
২২/কাব্যে রাধার স্বামীর নাম কী ?
উঃ অভিমন্যু
২৩/রাধার বাবা কে ?
উঃ সগর রাজা
২৪/কৃষ্ণের পালিত মা কে ?
উঃ যশোদা
২৫/কোন কোন খণ্ডের পুঁথি খণ্ডিত ?
উঃ জন্ম ও রাধাবিরহ
কোন মন্তব্য নেই
ok