Translate

হে বন্ধু বিদায় : নীলোৎপল জানা

 

হে বন্ধু বিদায়

নীলোৎপল জানা 

আমি আজ রণক্লান্ত

বসন্তের দিনে সবকিছু ছেড়ে চলে যাব এই বার্তা দিয়ে যেতে চাই প্রিয়জনদের।

 

পলাশ, শিমুল, বেল সকলকে সাক্ষী রেখে এই জীবনের সমস্ত হিসাব-নিকাশ চুকিয়ে দিয়ে

যে বসন্তগুলিতে আনন্দ করেছি বা কিছুটা দুঃখ;

সবকিছু আজ বিদায়ের বেলা মনে পড়ে যায়

এই অসময়ে তবুও তবুও আমাকে যেতে হবে

আকাশকে বলেছি অনেক কথা, বাতাস কেও বলেছি

কেউ শুনেছে, কেউ বা শোনেনি---

তাতে কি যায় আসে এই মৃত্যু ক্ষণে তারা এসে দাঁড়াবে না কেউ পথ রোধ করে

জানি তবুও তবুও যেতে হবে

হয়তো এই সংসারে আরো কিছুক্ষণ থেকে গেলে ভালো হতো

বারবার ঘুরেফিরে মনে জাগে প্রিয় মুখখানি

যে আমারে বারবার বলেছে ভালোবাসার কথা, হৃদয়ের কথা

তার মুখ বারবার পিছু টানে

যে বসন্ত দিনে আমাদের ভালোবাসা বারবার ঘুরে ফিরে আসে 

এই বসন্ত দিনেই আমাকে চলে যেতে হবে.....

যেতে হবে বলেই নয় যাওয়াটাই ভালো।

সকলকে বিদায় জানাই আবার আসি যদি এই পৃথিবীতে কোনো এক বসন্ত দিনে…..

দেখা হবে, কথাও হবে সেই সব ফেলে আসা পুরনো স্মৃতি, বন্ধু-আত্মীয়-পরিজনদের সাথে

আজ বিদায়ের বেলা চোখ ভরে জল আসে 

এই পৃথিবীর পরে থেকে যাক কয়েক ফোঁটা চোখের জল

কিন্তু হায় এটাই নিয়ম

এটাই নিয়ম সবাইকে চলে যেতে হবে।

হে বসন্ত তোমার অকৃত্রিম দান গ্রহণ করেছি

কিছু দিতে পারিনি ফিরিয়ে……

আজ বেলা শেষে প্রণাম জানাই ক্ষমা করো আমায়

ক্ষমা করো আমায়

হে বন্ধু বসন্ত বিদায়, বিদায় দিও আমায়।


কোন মন্তব্য নেই

ok

4x6 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.