Translate

দুরন্ত বিজলী





নিভৃত জ্যোৎস্না ও মনোরম রোদ

দুরন্ত বিজলী


নিভৃত জ্যোৎস্নায় ছায়াবনপথে

শব্দ ওঠে,শুকনো পাতার শব্দ...

হৃদয়ে নীরব বেদনাগুলো সরব হতে চায়।

সেই দুঃখমেদুর ক্ষণে প্রাণের ঠাকুর

মৃদু কম্পনে ছড়িয়ে দেন স্নিগ্ধ আলোর তরঙ্গ।

ঠোঁটে অস্ফুট উচ্চারণে ঝরে পড়ে বেদনানির্ঝর,

স্রোতের কলধ্বনিতে পাড় ভাঙে।

আমার মনে নিভৃত প্রাণের ঠাকুরের

মনোরম রোদের প্রভা ছড়িয়ে পড়ে--    

  'আমার পরান যাহা চায়, তুমি তাই, তুমি তাইগো।'


একলা থাকার সঙ্গী,

একলা চলার অনুভব,

অন্ধকারের আলোসাথী,

আমার প্রিয়তম সুখবৈভব

প্রিয়তম রবিঠাকুর।

কোন মন্তব্য নেই

ok

4x6 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.