Translate

হিরন্ময় অভিব্যক্তি: সোনার খনির সন্ধানে অনুভবী পাঠ: আলোচক: অধ্যাপক সুনীল গিরি




হিরন্ময় অভিব্যক্তি: সোনার খনির সন্ধানে অনুভবী পাঠ

আলোচক: অধ্যাপক সুনীল গিরি

                   কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন-'কবি যদি লোভী হয় তাহলে সে কবি নয়'।

   কবিতার জন্ম লগ্নে শাঁখ কিংবা উলুধ্বনি বাজেনি। আমাদের সমাজ কবির প্রতি, কবিতার প্রতি মাত্রাতিরুক্ত উদাসীন। কিন্তু কোনো কবি তার কবিতায় মিথ্যে ধারণা দেন না। তাঁর নিজের অনুভব প্রেম, প্রকৃতি, সমাজ নিয়ে। তাঁর শৈল্পিক মনের পরিচয় পাবো যদি সেই কবির কবিতা আমরা পড়ি।একদা ডোপ কবি, প্রিন্টেড কবি শব্দ বন্ধে সন্দীপ দত্ত নতুন কবিদের তুলনা করেন। আবার নবারুণ ভট্টাচার্য জানান- কিছু কবি যদি কবিতা না লিখতেন তবে কবিতারই মঙ্গল হত।

    হিরন্ময় অভিব্যক্তি কবি নীলোৎপল জানার নতুন কাজ। হৃদয় ছুঁয়ে আছি, তবুও আকাশ নীল, বৃষ্টি ভেজা দিন, রবে নীরবে, নোনাধরা দেওয়াল কাব্য দ্বারা কবির শৈলী কবির চিন্তায় মননের সম্মুখ পরিচয় পেয়েছি। জীবনানন্দীয় ছোঁয়া পাই রোমান্টিক মনের এক কবিকে। বারবার কল্পনার নারী নানা নামে উপস্থাপিত হয়েছে। 'সম্পর্ক কোনো সরু সুতো নয়' নামাঙ্কিত কবিতার প্রতিটি মেয়েই যে আগে মা তা বলেছেন। নর্তকী দেহোপজীবিনী তকমা দেওয়া সমীচীন নয়। অথচ মায়ের আত্মত্যাগ ভুলে তারই সন্তান আজ  দাগি আসামি। মানুষ জন্ম কত পূর্ণ করলে হয় তা কবি শেষ পংক্তিতে লিখেছেন। কবি নীলোৎপল এই কাব্য অগ্রজ কবি সৌমিত বসুকে উৎসর্গ করেন। মনে করান সতীনাথ ভাদুড়ী, বনফুলের সম্পর্ককে।

   'চকের গুঁড়ো আর তুমি' কবিতার প্রেম মৌনতার সন্ধান পাই। চকের গুড়ই কবি পান ভালবাসার অমোঘ আকর্ষণ।'দর্শন' কবির প্রতিনিধিস্থানীয় কবিতা। হাজার নক্ষত্রের মাঝে থেকেও একাকীত্ব ভোগ এক মানুষের কথা বললেন। একদিন তা কেটে যাবে। গৌতমবুদ্ধ আবার ধরাধামে আসবেন।বোধের কাছে কবির বিশ্বাস মিথ্যা হবে না। প্রবল আশাবাদ পেলাম কবিতাটি প

                                                 'কবিতা এক নিরপেক্ষ শিল্প'--বুদ্ধদেব বসু

   'বাবা' নামাঙ্কিত কবিতায় কবি বাবার প্রতি এখনো সমান যত্নশীল । একজন সন্তানের বড় হওয়ার পেছনে বাবার অবদান অসীম। বাবাকে কবি আলোচ্য কবিতায় বটগাছের সাথে তুলনা করলেন। শেষে কবি বললেন- 'শুধু সেই বোঝে যে বাবার ভালোবাসা পেয়েছে,/বাবা আসলে মুক্ত নীল আকাশ'

'মন ভালো নেই' কবির অন্যতম কবিতা হাজার হাজার প্রতিভাবান মেধা রাস্তায় পড়ে আছে চাকরি প্রত্যাশায়। নিয়োগ নেই। নো ভ্যাকেন্সির কড়া চাবুক চারিদিকে।কোভিদ কেটেছে ২০২৩ এ। কিন্তু লোভ হিংসা কমেনি। তাই কবির শৈল্পিক মন, সৌন্দর্যপিয়াসী মন ব্যথিত, ব্যাকুল উপযুক্ত চিন্তাশীল।

'একটি কবিতার জন্য এক জীবনই যথেষ্ট নয়' --নীলিমা সরকার

   কবি নীলোৎপল জানা মননের এক কৃতি ছাত্র, সাম্প্রতি অধ্যাপক। প্রায় ৫০টি গ্রন্থ লিখেছেন। অজস্র প্রবন্ধ রয়েছে। তাঁর পর্যবেক্ষণী মনে তাঁর সমাজ ভাবনা, তার শব্দ বুনন। প্রাঞ্জল শব্দের উপস্থাপনায় এক একটি কবিতা বাংলার পাঠককে তিনি উপহার দেন। কবিতা না লিখে থাকতে পারা এক কবি নীলোৎপল। আসলে তিনি যা দেখেছেন পারিপার্শ্বিক মানুষের কাছে তার উপস্থাপনের জন্যই কলমকে হাতে তুলে নেওয়া। 'কলঙ্ক মেখে ও বেঁচে থাকতে চাই'- শীর্ষক কবিতায় হাইলি ইমাজিনেশনের পরিচয় রেখেছেন কবি।

    'আমি তোমাদের মেয়ে'- একটি নিম্নবিত্ত পরিবারের মেধাবী ডাক্তার কে হত্যা করা হল, প্ল্যানমাফিক। বিশ্বে আলোড়ন পড়ে যায়, সেই খবরে। হায়নারমতন ঝাঁপিয়ে পড়া পিশাচ, নারী মাংস লোভীদের সাথে পেরে উঠতে পারেনি মেয়েটি। ৩২ ঘন্টা কর্তব্যের পর তাকে হতে হল ধর্ষিতা। মনে হয় এক অস্বাস্থ্য কর পরিবেশে আমরা বেঁচে আছি। কার পালা কখন বোঝা মুশকিল, তাই কবি ভীষণই বিবেকি তার চেয়ে বেশি প্রতিবাদী। তাই সমাজ চালকের প্রতি  ছিঃ সূচক শব্দ ব্যবহার করে মনের ঘৃণা পোষণ করলেন।   আমার পছন্দের অন্যতম কবি নীলোৎপল জানা।

'দেবী বউ'- কবিতায় বৈষ্ণবী আবেশ ছড়িয়ে আছে। শেষ চরণে-  'এবার যদি তুমি কখনো কোনদিন আসো তবে/ ধুয়ে দেব তোমার রাঙাচরণ/ বৈষ্ণব হয়ে একটিবার আমায় সেবা করার সুযোগ তো দিও।'

   এবার আসা যাক অলংকরণে। কাব্যগ্রন্থের প্রচ্ছদ চিত্রকর বিষ্ণু সামন্ত মহাশয়। অলংকরণ করেছেন কবি নিজেই। গ্রন্থটি প্রকাশিত হয়েছে 'সোনার তরী' মহিষাদল থেকে এবং গ্রন্থটির বিনিময় মূল্য ১০০ টাকা। গ্রন্থটির পাতায় পাতায় পলাশের ছোঁয়া পাওয়া যায় কালারিং প্রতিটি পাতা পড়তে পড়তে কবিতার সঙ্গে মন ছুঁয়ে যায়। কাব্যের অলংকরণ ৩২ পৃষ্ঠার ছোট্ট কাব্যগ্রন্থে প্রতিটি কবিতা হিরন্ময়ের মত প্রাণ কে টানে। বারবার কবিতার গ্রন্থটি হাতে টেনে নিতে ইচ্ছে করে। এই কাব্যের কিছু কিছু চরণ বেদ-বাক্যের মতো মনে হয়। কাব্যের সর্বত্র ছড়িয়ে আছে হিরণ্ময়দুতি।

====================

















কোন মন্তব্য নেই

ok

4x6 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.