Translate

ব্রতের কয়েকটি উদ্দেশ্য

 



ব্রতের কয়েকটি উদ্দেশ্য

 

বাংলায় যে সকল ব্রত পালন করা হয় তার একটি উদ্দেশ্য বা কামনা থাকে যেমন -

  ১) ধন-সম্পদ কামনা- লক্ষ্মী ব্রত

  ২) ভ্রাতার মঙ্গল কামনায়- ভাতৃদ্বিতীয়া

  ৩) সন্তানের মঙ্গল কামনায়- ষষ্ঠী, জিতাষ্টমী

  ৪) বৃষ্টি কামনা বিষয়ক- পুন্যিপুকুর, বসুধারা

  ৫) ইচ্ছাপূরণ বিষয়ক ব্রত- সুবচনী, সন্তোষীমাতা

  ৬ )সংসারে মঙ্গল বিষয়ক- শিবরাত্রি, জন্মাষ্টমী, মধু সংক্রান্তি, ইতু, সেঁজুতি, আদর সিংহাসন ব্রত

  ৭) পিঠা বিষয়ক- পৌষ সংক্রান্তি

  ৮) স্বামীর ভালোবাসা কামনায়- আদর সিংহাসন ব্রত

  ৯) প্রজনন ও উর্বরতা বৃদ্ধি বিষয়ক ব্রত- পুর্ন্যিপুকুর, গোকাল, সেজুতি, ইতু, ভাদুলি,      

  ১০) তুষতুষলি,মাঘমন্ডল, সুবচনী, ভাঁজো, অরণ্য ষষ্ঠী, সূর্যব্রত।

  ১১) শরীর স্বাস্থ্য ভালো থাকার কামনা- একাদশী ব্রত

  ১২) শস্য কামনায়- তুষতুষলি, ক্ষেত্রব্রত ইত্যাদি








কোন মন্তব্য নেই

ok

4x6 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.