কবিতা- রঙ
রঙ
নীলোৎপল জানা
কবিতা লিখবো বলে পলাশ খুঁজিনি
ঠিক এই রঙ আর কোথাও পাওয়া যায় কি'না জানি না।
পলাশের
রঙ আমার প্রিয় তাই খুঁজেছি শিলং থেকে শ্রীলঙ্কা
সব শেষে পেয়েছি তোমাতে।
মনে হয় সব রঙ মিলে মিশে একাকার
তোমার ভালোবাসায়।
তুমি বসন্ত হয়ে এসো...
তুমি বর্ষা হয়ে এসো...
তুমি কখনো শরৎ হতেও পার!
আমি চিরদিন তোমার নুপুর হতে চাই।


কোন মন্তব্য নেই
ok