লোকপথ 27 তম সংখ্যা প্রকাশিত হল 20 অক্টোবর কাঁথি আয়ুর্বেদ কলেজর অডিটোরিয়ামে ।
লোকপথ 27 তম সংখ্যা প্রকাশিত হবে 20 অক্টোবর কাঁথি আয়ুর্বেদ কলেজ অডিটোরিয়ামে
২০ অক্টোবর কাঁথি আয়ুর্বেদ কলেজে অনুষ্ঠিত হয়ে গেল লোককৃতি কবিতা উৎসব । এই কবিতা উৎসবে উপস্থিত ছিলেন পঞ্চাশজন কবি সাহিত্যিক। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে যাঁরা ছিলেন তাঁরা হলেন কবি অমৃত মাইতি কবি অধ্যাপক অমলেন্দুবিকাশ জানা, প্রাবন্ধিক প্রবালকান্তি হাজরা প্রাবন্ধিক সংকর্ষণ মাইতি প্রাবন্ধিক সুজনকুমার বালা প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন কবি মহিউদ্দিন কবি দীপক হোতা কবি মহুয়া জানা কবি সুদীপ্তা কবি বিকাশ চন্দ কবি বেলা খাতুন কবি নিমাই মাইতি কবি দেবাশিস প্রধান কবি মানসী মিশ্র হালদার কবি মঞ্জীর বাগ কবি সুব্রত মাইতি কবি বিথীকা মহাপাত্র প্রমুখ । ওই দিন প্রকাশ হয় লোকপথ পত্রিকা ২৭ তম শারদ সংখ্যা ।লোকপথ পত্রিকার সম্পাদক নীলোৎপল জানা । এছাড়াও লোককৃতি পত্রিকার ১০০ তম সংখ্যা প্রকাশিত হয়, যার সম্পাদক কবি হরপ্রসাদ সাহু। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি দেবাশিস প্রধান। চারা গাছে জল ঢালার মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন কবি অমৃত মাইতি।
কোন মন্তব্য নেই
ok