Translate

গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়

 


শুরুর প্রথম দিন

গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়


কাল দেখা হবে নতুন বছরে

এ কথা বলতে বলতেই

বাসের জানলা থেকে তোমার মুখ সরে গেল

চৈত্রের শেষ

এখনো পলাশ পড়ে আছে পথে

আজও বসন্ত কোকিল লুকিয়ে

পাতার ফাঁকে ডেকে গেল

শুধু জয়ে নয় অন্বষণে

শুরুর প্রথম দিন দুয়ারে দাঁড়ালো।

কোন মন্তব্য নেই

ok

4x6 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.