নীলোৎপল জানা
নক্ষত্রের ডানায় তোমার মুখ
নীলোৎপল জানা
নক্ষত্রের ডানায় তোমার মুখের প্রতিচ্ছবি দেখে চমকে উঠেছিলাম সেদিন রাতে
কুয়ো ভর্তি জলেও তোমার মুখ ---
হাল ভাঙ্গা মাঝির মতো যতবার এলোমেলো হয়েছি
ততবার তোমার মুখের প্রতিচ্ছবি ফিরিয়ে এনেছে আমায়।
চাঁদের দিকে তাকিয়ে যখন শান্তির বিছানায় ঘুমোতে চাই
তখনো তোমার পদচারণা আমাকে সজাগ রাখে।
আমি জীবনের এই অশান্তি থেকে বেরিয়ে যখন
রাজপথে হাঁটতে থাকি
চাঁদনী রাতে বা গভীর কালো চুলের মতো অন্ধকারে
তখন তুমি অশরীর ভাবে উঠে এসে দাড়াও আমার সরণি জুড়ে.......
আসলে তোমার বা আমার কোনো লক্ষ্য নেই বলে ঘুরেফিরে দেখা হয় দুজনার সাথে।
এখন আর উঠোনে আসে না চড়ুই, সাত ভায়া, ঘুঘু.......
তবুও তাদের গায়ের গন্ধ, বৃষ্টি ভেজা শুকনো মাটির ঘ্রাণ পাই
বিছানার
গভীরে বা তোমার শরীরে……
ছোটবেলায় মায়েদের আঁচলে
মুখ মোছার আনন্দ এখন আর নেই
তবুও
তোমার শরীর ছুলে আনন্দ পাই।
তখন সব যন্ত্রণা অবসাদ ভুলে যাই
আর
তুমি ভেসে থাকো চাঁদের দোলনায় আম বাগানের ।
কোন মন্তব্য নেই
ok