Translate

দেবাশিস প্রধান

 




দেবাশিস প্রধান

অস্থিরতা


এত আণবিক তুচ্ছতাচ্ছিল্যের মধ্যেও তোমাদের আঁতে ঘা দেওয়ার

অসহ্য রোদ্দুরের তাপ, আর অমানবিক গুণ কীর্তনের ডালি বেশ

ফুলেফেঁপে উঠছে হে, গ্রাম্য কাকুজ্যেঠুর সংসার। আহা-ঢুকে

পড়ছে বহু মুখ ও মুখোশ এই সাজানো বাঁজা সময়ের

ফর্দাফাই পাতায়। এসবই টুকে রাখছি, বাতিল সময়ের

চকচকে হাড়গোড়, কঙ্কালের সমাবেশে বেরিয়ে পড়ছে

কথা আর হিংসার ঢলাঢলি ফিসফাস জঙ্গলে, নাবালে

তবুও কানকাটাদের কোন ভরডর নেই। আশ্চর্য সময়,

এ বড় দঃখের অভিঘাত অনিবার্য সত্যাসত্য বুঝে উঠবার

দায় কারুরই নেই। শুধুমুধু এ ওর দলে, মরশুমের

আখড়ায়-মোচ্ছবে নাম লিখিয়ে দিলে কেল্লাফতে...

তাই হোক তবে, ঘরে ঘরে হাড়মাস পাটিয়ে ফাটিয়ে

পাড়ার এমুড়ো ওমুড়োয় হাবি জাবি, ভুলভাল, ইহানবিহান

উপড়ে তুলে আনি গুচ্ছ সর্বনাশ ঘরে ও বাহিরে।

হে বান্ধব, আর নয় এই অন্ধিসন্ধি ফন্দি ফিকির আমাদের

সানন্দ গ্রাম গঞ্জের উদ্বিগ্ন বাতায়নে নির্দ্বিধায় খেলে বেড়াক বর্ণময় বাতাস ও মেঘ রোদ্দুর।


কোন মন্তব্য নেই

ok

4x6 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.