মালা ঘোষ মিত্র
ভেল্কি
মালা ঘোষ মিত্র
সারাজীবন ধরে খুঁজে মরি কত কিছু
আতশ কাচের ভিতর দিয়ে,
কিছু কি দেখা যাচ্ছে---
পরিযায়ী পাখি এসে যায়
ভালো থাকার টানে,
ঝাউপাতা চকচকে হয়ে যায়
বৃষ্টির জল পেলে
রোজই সান্ত্বনা দিতে,
নিজেকে রক্তাক্ত করি,
কালাযাদুর ভেল্কি থাকে, মাথার মধ্যে,
তবুও সোহাগ আসে,
কান্না এসে যায় আপনা আপনি,
এতো ছলনার সংজ্ঞা থাকে না
জেগে থাকি রাতের অন্ধকারে।।
কোন মন্তব্য নেই
ok