About : ড. নীলোৎপল জানা
ড.নীলোৎপল জানা
জন্ম স্থান - পূর্ব মেদিনীপুর জেলার
কাঁথিতে
শিক্ষা – রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ এবং নেতাজি মুক্ত
বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে লোকসাধক আশুতোষ ভট্টাচার্যের কাজ-কর্মের উপর গবেষণা ও
পিএইচ.ডি উপাধি লাভ।
পেশা – অধ্যাপনা । ১৯ বছরের বেশি সময় অধ্যাপনার সঙ্গে যুক্ত। বর্তমানে পূর্ব মেদিনীপুরের প্রথম
মহিলা কলেজ মহিষাদল গার্লস
কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত।
পশ্চিমবঙ্গের বহু নামী পত্রিকায় শতাধিক প্রবন্ধ প্রকাশিত। মৌলিক ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ৩০টির
বেশি। গবেষণা গ্রন্থ ‘লোকসাধক আশুতোষ ভাট্টাচার্য’।‘এ
ছড়া কয়েকটি উল্লখযোগ্য গ্রন্থ-
মহিষাদল ইতিবৃত্ত (আঞ্চলিক ইতিহাস)
লোকসংস্কৃতি ও লোকসাহিত্য পরিচয়
পূর্ব মেদিনীপুরের লোকসংস্কৃতি
পূর্ব মেদিনীপুরের শ্রেষ্ঠ কবিতা
একালের বাংলা ছোটগল্প :ভাবে ও বিশ্লেষণে
রীন্দ্রনাথের শ্রেষ্ঠ কবিতা : ভাবে ও বিশ্লেষণে
রীন্দ্রনাথের ফাল্গুনী : একটি
বিশ্লেষণী পাঠ
বাংলা অলংকার প্রভাস
তবুও আকাশ নীল (কাব্য)
বৃষ্টি ভেজা দিন (কাব্য)
পূর্ণচ্ছেদের পরে (কাব্য)
রীন্দ্রনাথের প্রাচীন সাহিত্য
জীবনানন্দের বনলতা সেন : শান্তির নীড়
বাংলার ব্রত
রীন্দ্রনাথের বলাকা
রীন্দ্রনাথের পুনশ্চ
রীন্দ্রনাথের মানসী ইত্যাদি।
দুটি ছোট পত্রিকার সম্পাদক :
১)লোকপথ ২) দুইপাতা ৩) অপরাজিতা
কোন মন্তব্য নেই
ok