Translate

চর্যাপদের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: ড.নীলোৎপল জানা


চর্যাপদের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

ড.নীলোৎপল জানা

মহিষাদল গার্লস কলেজ

 

চর্যা শব্দের অর্থ কি?
✅️আচরণীয়

বর্তমানে চর্যাপদ কোথায় সংরক্ষিত আছে?
✅️এশিয়াটিক সোসাইটি

কত নম্বর পদে নাটকের কথা আছে?
✅️১৭

চর্যাপদ এর পুথি যেখান থেকে প্রথম পুস্তিকা আকারে প্রকাশিত হয়েছিল?
✅️বঙ্গীয় সাহিত্য পরিষ

চর্যাপদের সন্ধ্যাভাষাকে যিনি আলো-আঁধারি ভাষা বলতে চেয়েছেন?
✅️ হরপ্রসাদ শাস্ত্রী

ভুসুকুপা কয়টি পদ রচনা করেছেন?
✅️৮টি

সুকুমার সেন চর্যার কী নাম দেন?
✅️চর্যাগীতি পদাবলী

চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন?
✅️ হরপ্রসাদ শাস্ত্রী

সবথেকে বেশি পদ রচনা করেছেন কে?
✅️কাহ্নপা

প্রথম পদকর্তার নাম?
✅️লুইপা

শেষ পদকর্তার নাম কি?
চর্যাপদের পুঁথি মলাটে কি নাম ছিল?
✅️চর্যাচর্যটিকা

চর্যাপদের সংস্কৃত টিকা কার রচনা?
✅️মুনি দত্ত

চর্যাগীতির ভাষাকে বাঙালি ভাষার আদি নিদর্শন রূপে প্রমাণ করেছেন কে, কোন গ্রন্থে?
✅️ওডিবিএল গ্রন্থে সুনীতিকুমার চট্টোপাধ্যায়

চর্যাপদের তিব্বতীটিকা কার রচনা?
✅️কীর্তিচন্দ্র

চর্যাপদের তিব্বতি অনুবাদের আবিষ্কারক কে?
✅️প্রবোধচন্দ্র বাগচী

চর্যাপদের পুঁথিটি কার ওপরে লেখা ছিল?
✅️তালপাতায়

নাথ ধর্মে লুই পা কী নামে স্বীকৃত?
✅️মীননাথ

চর্যাপদের সাধনতত্ত্ব নাভিতে অবস্থিত চক্রের নাম কি?
✅️নির্মাণ চক্র

রাউত”কথার অর্থ কী?
✅️রাজপুত্র

চর্যাপদের সাধন তত্ত্ব হৃদয়ে অবস্থিত চক্রের নাম কি?
✅️ধর্মচক্র

চর্যাপদের সাধন কন্ঠে অবস্থিত চক্রের নাম কি
✅️সম্ভগচক্র

চর্যাপদের সাধনতত্ত্ব মস্তিষ্কে অবস্থিত চক্রের নাম কি?
✅️মহাসুখচক্র

চর্যাগীতির ভাষা বাংলা কে প্রমাণ করেছিলেন?
✅️সুনীতিকুমার চট্টোপাধ্যায়

লুইপার পদ সংখ্যা?
✅️

বিবাহের কথা কত নম্বর পদে আছে?
✅️১৯

একটি করে পদ রচনা করেছেন কতজন?
✅️১৬

টালত মোর ঘর নাহি পড়বেষী’ পদটি কার?
✅️টেন্ডন পা

চর্যার প্রথম পদটি কোন রাগে রচিত?
✅️পটমঞ্জরী

চর্যাপদের শেষ পদ কোন রাগে রচিত?
✅️রামক্রী

টেন্ডন” কথাটির অর্থ?
✅️জুয়ারী। বাজে লোক

মেখলাটিকা কে রচনা করেছেন?
✅️আচার্য পা

পাদ কথার অর্থ কী?
✅️সম্মানীয় ব্যক্তিত্বের মানুষ

সর্বাধিক পদ কোন রাগে রচিত?
✅️পটমঞ্জরী

পটমঞ্জরী রাগে কতগুলো পদ রচিত?
✅️১১টি

ভাবনই গহন গম্ভীর বেড়ে বাহি’ এই পদের রচয়িতা?
✅️চাটিল পা

তিন ন ছুপই হরিনা পিবই ন পানী” পদের রচয়িতা কে?
✅️ভুসুকুপা

চর্যাপদের ভাষা হিন্দি বলে কে দাবী করেন?
✅️বিজয়চন্দ্র মজুমদার

নগর বাহিরে ডোম্বী” এই পদের রচয়িতা কে
✅️কাহ্নপা

চর্যাপদ বাংলায় রচিত কে প্রথম প্রমান করেন?
✅️সুনীতিকুমার চট্টোপাধ্যায়

কোন অবাঙালী পন্ডিত চর্যাপদ নিয়ে গবেষণা করেন?
✅️রাহুল সংকৃত্যায়ন

নারী জীবনের উক্তি আছে কার গানে?
✅️কুক্কুরী পা

উঁচা উঁচা পাবত” কত সংখ্যক পদ?
✅️২৮

চর্যা শব্দটি কোন ধাতু থেকে এসেছে?
✅️চর ধাতু

চর্যার ভাষায় লিঙ্গ কত প্রকার?
✅️২ প্রকার

মুনি দত্তের মতে আদি সিদ্ধাচার্য কে?
✅️লুই পা

চর্যার পদগুলি যে গান তা কিভাবে বোঝা যায়?
✅️রাগ ও রাগিনীর ব্যবহারে

চর্যায় কোন কোন নদীর নাম আছে?
✅️গঙ্গা ও যমুনা

চর্যাপদের রচয়িতা কোন ধর্মালম্বী?
✅️বৌদ্ধ

চর্যায় কাকে চিত্রধর্মি কবি বলা হয়?
✅️ভুসুক পা

চর্যাগীতি ও শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে উভয় গ্রন্থের মধ্যে যে রাগটি লক্ষ্য করা যায়?
✅️বড়ারি

চর্যায়উল্লেখিত ফলের নাম কী?
✅️তেঁতুল

চর্যায় কতগুলি প্রবাদ বাক্যের উল্লেখ আছে?
✅️৬ টি

মোট রাগের সংখ্যা?
✅️২২

কোন ছন্দ দেখা যায়?
✅️পাদাকুলক

চর্যাপদএর হিন্দি নাম?
✅️দোহাকোষ

চর্যায় মোট গান কয়টি আছে?
✅️সাড়ে ৪৬ টি

চর্যাপদ এ পুলিন্দ শব্দের অর্থ কি?
✅️নপুংসক

চর্যাপদএ দুলি শব্দের অর্থ কি?
✅️মহাসুখকমল

কে নিজেকে বাঙালি বলে ঘোষণা করেছিলেন?
✅️ভুসুকুপা

চর্যাপদ এর সর্বাধিক পদ কার ভনিতা যুক্ত?
✅️কাহ্নপা

চর্যার কত নং পদে ভুসুকপা “বঙ্গালী” শব্দটি ব্যবহার করেছেন?
✅️৪৯ নং

চর্যাপদ এ কোন অলংকার সবথেকে বেশি দেখা যায়?
✅️রূপক অলংকার

কত নম্বর পদে পদ্মা নদীর কথা আছে?
✅️৪৯

চর্যাপদ এ কোন ধরনের যানচলাচলের উল্লেখ?
✅️রথ, নৌকা, হস্তি

নব চর্যাপদ কে প্রকাশ করেন?
✅️অসিতকুমার বন্দ্যোপাধ্যায়

পটমঞ্জরী ব্যতীত অন্য কোন রাগে সর্বাধিক পদ পাওয়া যায়?
✅️মল্লারি

চর্যাপদ কে মৈথিলী ভাষার আদি নিদর্শন বলেছেন কে?
✅️জয়কান্ত মিশ্র

চর্যাপদের ভাষা কী?
✅️আলো-আঁধারি ভাষা বা সন্ধ্যা ভাষা

নব চর্যাপদ কে আবিষ্কার করেন?
✅️শশীভূষণ দাশগুপ্ত

মায়াবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে কত নম্বর পদে?
✅️২৬

প্রথম চর্যাগীতির তিব্বতি অনুবাদ এর পুঁথির সন্ধান পেয়েছিলেন?
✅️সুনীতিকুমার চট্টোপাধ্যায়

চর্যাপদ কোন হরফে লেখা?
✅️নাগরী হরফে

অসিতকুমার বন্দ্যোপাধ্যায় এর সম্পাদনায় নবচর্যাপদ প্রথম পুস্তিকা আকারে প্রকাশিত হয় কোথা থেকে?
✅️কলিকাতা বিশ্ববিদ্যালয়

চর্যাগীতির পুঁথির শেষ পত্র সংখ্যা কত?
✅️৬৯

কার পদে মদ চোলাই ও বিক্রয়ের রূপক ব্যবহৃত হয়েছে?
✅️বিরুআপা

চর্যাপদের ছন্দের মূল ভিত্তি কি?
✅️পাদাকুলক ছন্দ

চর্যাগীতিতে ব্যবহৃত ছন্দের প্রতিটি পঙ্ক্তির মাত্রা সংখ্যা কত?
✅️১৬

চর্যাপদ নেপালের রাজ গ্রন্থাকারে পাওয়া গিয়েছিল। সেই রাজ গ্রন্থাগারের বর্তমান নাম কি?
✅️অভিলেখালয়

হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদ এর টিকা রচনা করেন কে?
✅️মুনিদত্ত

চর্যাপদেরভাষাকে হিন্দি বলে দাবি করেছিলেন কে?
✅️বিজয়চন্দ্র মজুমদার

চর্যাগীতির টীকা গ্রন্থের নাম কি?
✅️চর্যাগীতিকোষবৃত্তি



কোন মন্তব্য নেই

ok

4x6 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.