Translate

বাংলার ব্রত: অবনীন্দ্রনাথ ঠাকুর প্রকাশিত হয়েছে সোনার তরী প্রকাশন থেকে।

 


প্রকাশিত হল- আলোচক: ড. নীলোৎপল জানা



        বাংলায় গ্রামীণ লোকসমাজের সামাজিক ইতিহাসের অনুসন্ধান বড়ো জরুরি, আর এই কাজটি করতে গেলে বাংলার ব্রতাচার ও ব্রতকথাকে গভীর ভাবে বিশ্লেষণ করতে হবে। ব্রতের আদিমতম উৎস অস্ট্রিক ও প্রত্নদ্রাবিড় প্রাচীন সহজ ধর্মবিশ্বাস থেকে। বৈদিক সংকীর্ণ উন্নাসিক সমাজ এই ব্রতধারীদের উপেক্ষা করত, খাটো চোখে দেখত, বলত ব্রাত্য ও অন্যব্রত। এতসব অবমাননা সহ্য করেও ব্রাত্যজনেরা পরাভূত হননি, প্রাণের অনন্য সম্পদকে বাঁচিয়ে রেখেছেন, আর সুদীর্ঘকাল পরে ব্রাহ্মণ্য পুরোহিত সংস্কৃতি অনন্যোপায় হয়ে ব্রতকেও নিজেদের আচরিত ধর্মের অঙ্গীভূত করতে বাধ্য হয়েছে যদিও আরো অন্য কারণ রয়েছে। এখানেই অন্যব্রতদের সাংস্কৃতিক বৈভব ও বিজয়কেতন উড্ডিন হয়।

      ভারতীয় গ্রামীণ কৃষিজীবী সমাজে ব্রত এক আশ্চর্য পবিত্র অনুষ্ঠান। এমন অনাবিল কামনা আমরা আর কোনো পালা-পার্বণে দেখতে পাই না। আমার স্বামী, সন্তান, পরিজনের কল্যাণ হোক, প্রতিবেশীর কল্যাণ হোক, গাঁয়ের কল্যাণ হোক, সকলে ভালো থাকুক, সব মানুষের মঙ্গল হোক এই উদার মানবিক আকাঙ্ক্ষা আমাদের ব্রতকে এক অন্য মাত্রায় উন্নীত করেছে। সুদীর্ঘ কালের গ্রামীণ মানুষের অজেয় বিশ্বাস সেই উত্তরাধিকারকে আজও বহমান এবং চলমান রেখেছে।

উনিশ শতক থেকেই বাংলার ব্রত বিষয়ে অনেক উজ্জ্বল কাজ হয়েছে। তবু কোথাও যেন অসম্পূর্ণতা থেকে গিয়েছে। এ বিষয়ে সবচেয়ে তৃণমূল স্তরে কাজ করেছেন গবেষক অবনীন্দ্রনাথ ঠাকুর। ব্রত-বিষয়ক এই গ্রন্থটিতে বিজ্ঞানভিত্তিক পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, যার ফলে ব্রতের অন্যান্য আলোচনা গ্রন্থ থেকে এই গ্রন্থটি অন্য মাত্রায় উন্নীত হয়েছে। ব্রতের উদ্ভব ও বৈশিষ্ট্য বিষয়েও প্রথাগত ভাবনার শিকার না হয়ে নতুনভাবে পাঠককে সমৃদ্ধ করতে চেয়েছি। শাস্ত্রীয় ও লৌকিক ব্রতের প্রশ্নেও অনেক অজানা তথ্যের সন্নিবেশ ঘটানো হয়েছে যা গবেষণার ক্ষেত্রে নতুন ও তাৎপর্যপূর্ণ। সেই সঙ্গে বাংলার কতকগুলি ব্রতের আলোচনাও পাঠকের দৃষ্টিকে স্বচ্ছ করে তুলতে সাহায্য করবে। অধ্যায়গুলি শুধুমাত্র নতুন নতুন তথ্যেই সমৃদ্ধ নয়, তথ্যগুলি নতুন তাত্ত্বিক ও দার্শনিক প্রত্যয়ে বিশ্লেষিত হয়েছে।  

-------------------------

সোনার তরী 

মূল্য-৮০/-

কোন মন্তব্য নেই

ok

4x6 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.